debabrata biswas - ganer surer asonkhani lyrics
Loading...
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে। ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,
অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে, মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে, অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে। দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥
Random Lyrics
- 공집합 - 퇴사 lyrics
- hekurani, fisniket & agimi - ajo me mbyti lyrics
- people the kangaroo - the death of you lyrics
- the waifs - without you lyrics
- los meros meros - época de oro lyrics
- máire brennan - ha paisti lyrics
- dj snake - sahara (feat. skrillex) lyrics
- 380 - elbows swangin' lyrics
- reinaldo brahn feat. jim brock - onde está lyrics
- rogue radio - out of luck lyrics