
debadrito chattopadhyay - amar bhitor bahire lyrics
Loading...
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম – 2
তেমনি তোমার নিবিড় চলা – 2
মরমের মূল পথ ধরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ – 2
তেমনি তোমার গভীর চলা – 2
অন্তরের নীল বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ – 2
দিও তোমার মালা খানি – 2
বাউল এর এই মন টা রে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
Random Lyrics
- christian villanueva - nunca será siempre lyrics
- darso - duriat lyrics
- junior m.a.f.i.a. - highest title lyrics
- musicals - chess - one more opponent lyrics
- gabriel guedes de almeida - oh, quão lindo esse nome é lyrics
- chris stapleton - without your love lyrics
- combinacion de la habana feat. josimar - cosas del amor lyrics
- maktripe - black mirror lyrics
- weight of emptiness - behind the masks lyrics
- วัชราวลี - ลูกอม feat.misslove lyrics