
debarati - aji jhoro jhoro mukhoro badoro dine lyrics
Loading...
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে ॥
মেঘমল্লারে সারা দিনমান ।
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা,
পথ ভুলিবার খেলা– মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে ॥
Random Lyrics
- charles hamilton - christmas in august lyrics
- thomas mrvz - маневрировать (maneuver) lyrics
- juanma guzmán - a tus pies lyrics
- jules & le vilain orchestra - t'es chiante lyrics
- jill scott - say yes to this lyrics
- rocaine - gimmie lyrics
- mario montes - el fiestero lyrics
- achtvier - angeklagt lyrics
- king karlemagne - drunk lyrics
- los piratas del trópico - el teléfono lyrics