debargha - priyotoma lyrics
ওগো প্রিয়তমা তুমি হাসনুহানা ফোঁটা জোৎস্না রাত
ওগো প্রিয়তমা তুমি মুগ্ধ ‘শ স্মৃতি জোড়া কোলাজ
ওগো শোনো, কে ডাকে যে তোমায়
ঘুম ওড়া মাঝরতে, কে আজও গান শোনায়
ওগো প্রিয়তমা তুমি হাসনুহানা ফোঁটা জোৎস্না রাত
ওগো প্রিয়তমা তুমি একলা রাতে আগলে রেখো হাত
আমি উন্মাদ এক কবি
সুরেই এঁকেছি তোমার ছবি
তোমার ঠোঁটেরই কোণায়
আমার মন লেগে থাকতে চায়
মৃদু হাসিরই নেশায়
গানে গানে বলি তোমায় চাই
ওগো শোনো, কে ডাকে যে তোমায়
ঘুম ওড়া মাঝরতে, কে আজও গান শোনায়
প্রিয়তমা
প্রিয়তমা
ওগো প্রিয়তমা তুমি বর্ষা রোদ মিলনে রঙ্গীন
ওগো প্রিয়তমা তুমি গোলকধাঁধার মতন জটিল
ওগো শোনো, কে চিনতে চায় তোমায়
বুকে মাথা রেখে, তোমার গল্প শুনতে চায়
শহুরে গোধূলিতে ঘরে ফেরা
পাখি জোড়ার কত অভিনয়
বইয়ের পৃষ্ঠার অদৃষ্ট অবহেলায়
সে আজও খোলা রয়ে যায়
জানালার কাঁচে ভেসে ওঠা সপ্নপটে
মোর মন হারিয়েছে বোধ হয়
ওগো প্রিয়তমা কোন রূপে সাজবে আজ
আমার প্রেমের কবিতায়
ওগো শোনো, কে ডাকে যে তোমায়
ঘুম ওড়া মাঝরতে, কে আজও গান শোনায়
প্রিয়তমা
প্রিয়তমা
প্রিয়তমা
প্রিয়তমা
Random Lyrics
- psychi - lemin lyrics
- the government of the tsardom of begon - heil dir im siegerkranz lyrics
- gravely james - honey lyrics
- the hearted - just fine lyrics
- jahkoy - make it feel real lyrics
- barry adamson - trance of hatred lyrics
- alexis yupi choi - you're star in my exosphere lyrics
- øzi (stefan chen) - issues lyrics
- sean kennedy - memory lyrics
- daisy daze & the bumble bees - planet o lyrics