deshi mcs - never bow down lyrics
[intro: xplosive flowrical]
aye
xplosive (ahh)
skibkhan (yeah)
deshi mcs
ayyo niloy, drop that hook brah ( tell ’em)
[chorus: niloy bhn]
সত্য কে, মিথ্যা কে, এই যুগে বোঝা যায় না
এখনো আছে কি মনুষ্যত্ব আমি জানি না
করবে না সাহায্য কেউ তোমাকে কখনো
তবুও করো না এই মাথা নত
[verse 1: skibkhan]
expectations কোনো শেষ নাই (nope)
তুলনার এই দাঁড়িপাল্লায় (oh!)
মানের মাপকাঠি মহাকাশ ছোঁয়ার
আমি কী ছুঁয়েছি কার পাল্লায়?
অলি+গলি পাড়া মহল্লা
colony, society, শহরে দেখেছি
সন্ত্রাসী, সন্ন্যাসী, ছদ্মবেশী
বেশির ভাগই কাজই কম শুধু শব্দ বেশি
অভিযোগ করে লাভ কী?
তাই আজ হাত মুঠো করে লাফ দিই
চোখ খুলে দেখি আগ্নেয়গিরি
ইচ্ছেশক্তি দিয়ে আগুনেই খেলি
সব বাঁধা পার করে কোনোভাবে
কোনো পথ বার করে
ছুঁড়ি আমি সত্যের বাণী
deshi mc never bow down forever legacy
[chorus: niloy bhn]
সত্য কে, মিথ্যা কে, এই যুগে বোঝা যায় না
এখনো আছে কি মনুষ্যত্ব আমি জানি না
করবে না সাহায্য কেউ তোমাকে কখনো
তবুও করো না এই মাথা নত (aye, xplosive)
[verse 2: xplosive flowrical]
টাকা+পয়সা লেনদেনে আমরা সবাই হিসাবী
দেশপ্রেম প্রকাশ করলে গালি খাই, ঠক মারি
চার ভাই এক গলায় গান গাই বাংলাদেশ
culture কার নকল করস নতুন পাইয়া internet
দেশ আমার প্রাণ, গালি দিসোস নাস্তিক
বাংলা আমার মাতৃভাষা এইটা আবার বলার কি?
গরীব ঘরে জন্ম, get+up ছিল simple
চুপ থাকার অভ্যাস এই গরীবদেরই নিয়ম (সেই)
দশ টাকা দিনের budget গালি দিসোস কম না
পেটে দুইটা পুরি আর শিক্ষা দিসে রাস্তায় (facts)
ধনীর উপর রাগ নাই দেনা পাওনা চাই নাই
কৃষক শ্রমিক পাইলে সালাম এইটার উপর সুখ নাই
রিক্সাওয়ালা গালি দিসোস কেন পাবো কষ্ট?
এই রিক্সার পিছে দিসি বাংলা rap এর জন্ম (facts)
ফেব্রুয়ারি ২১শে স্যালুট দেই উপরে
লাল সবুজ প্রেম আমি নিয়ে যাবো শশ্মানে (বাংলাদেশ)
[bridge: skibkhan, xplosive flowrical]
সব বাঁধা পার করে
দেশ আমার প্রাণ
লাল সবুজ প্রেম আমি নিয়ে যাবো শশ্মানে
[chorus: niloy bhn]
সত্য কে, মিথ্যা কে, এই যুগে বোঝা যায় না
এখনো আছে কি মনুষ্যত্ব আমি জানি না
করবে না সাহায্য কেউ তোমাকে কখনো
তবুও করো না এই মাথা নত
Random Lyrics
- jake worthington - honky tonk crowd lyrics
- edu falaschi - can i play with madness lyrics
- hank thompson - bring back the waltzes lyrics
- the stupendium - way deeper down (2023 remaster) lyrics
- the wood brothers - rollin' on lyrics
- fievre looka - vuelve lyrics
- twotimer - jacob marley lyrics
- toxicyng - nemikhamet lyrics
- gabro - pai lyrics
- bondi - vomit lyrics