
diminished bangla - besto sohor lyrics
Loading...
চারিদিকে তাকিয়ে দেখি
আরো আর অস্থিরতা বেশি
চলার পথ আরো কত বাকি।
ভাবছি এবার করব কিছু
ছুটছি তাই উন্নয়নের পিছু, অবস্থান আর থাকবে না নিচু।
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর।
চারিদিকে তাকিয়ে দেখি
আরো আর অস্থিরতা বেশি
চলার পথ আরো কত বাকি।
ভাবছি এবার করব কিছু
ছুটছি তাই উন্নয়নের পিছু, অবস্থান আর থাকবে না নিচু।
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর।
ব্যস্ত শহরের দুর্ধর্ষ পরিস্থিতি
বের করতে হবে দুর্গতি।
এই মুহূর্তে শিকড়ের দাঁড়িয়ে ভাবছি
হবে এবার উন্নতি।
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর।
Random Lyrics
- óscar maydon - vodka peach lyrics
- arsas - звезда (star) lyrics
- manu gavassi - linda melodia lyrics
- john anthony (rap) - meet joe black (remix) lyrics
- octi - foreign / blue cheese lyrics
- choi seong (최성) - parasite complete lyrics
- travis bradbury - life is like a sea without a shore lyrics
- system of a down - chop suey! (remix) [mixed] lyrics
- xcvmode - сироп (syrup) lyrics
- mac critter - on my momma lyrics