diminished bangla - chuye debo tomay lyrics
রাতের আকাশ থমকে যাক, আমায় ডেকনা
সূর্যের কিরণ আলোর পথে, হাঁটতে দিও না।
গোধূলির আলোয় ফিরে আসুক, পুরনো স্মৃতি
কাগজের পাতায় লিখে রাখা, আমাদের গল্প।
চলে গেলে তুমি
রেখে দিয়ে স্মৃতি
আকা রঙে তোমায়
ফিরে পেতে আমি চাই…..
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায়
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায়
সেই দিন ভীষণ রঙিন
আড়ালে তুমি আর থেকো না
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায়
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায়
বদলে গিয়েও ভুলিনি আমি, লিখে রাখা বেদনা।
ডাইরির পাতায় বলা আছে, তুমি আর কেঁদো না।
তারা রাও জানে আজও চাই তোমায়, কেন তুমি চাওনা।
স্বপ্নে তোমায় আরো কাছে পায়, ধরে রাখা যায় না।
চলে গেলে তুমি
রেখে দিয়ে স্মৃতি
আকা রঙে তোমায়
ফিরে পেতে আমি চাই….
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায়
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায
সেই দিন ভীষণ রঙিন
আড়ালে তুমি আর থেকো না
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায়
আমি হাত বাড়িয়ে, ছুঁয়ে দেবো তোমায়।
Random Lyrics
- jasmine cabrera - mind's eye lyrics
- masonn deforest - careless lyrics
- ijustwanttobecool - salted caramel & popcorn lyrics
- alia - 秒速340メートル (340 meters per second) lyrics
- lôlymc - cardinal lyrics
- the delgados - reasons for silence (ed’s song) (live @ crossing border) lyrics
- cl4pers - mission lyrics
- tiësto, hedex & basslayerz - click click click lyrics
- shit don't tell me that's - интро lyrics
- stigorol - надменный секретарь (the arrogant secretary) lyrics