
diminished - bishonnota lyrics
Loading...
শূন্যতায় ঘেরা আমার
পৃথিবী একা মহা আকাশের
রংধনু একে যায় তার সাত রঙে
বদলে যায় সময় তার
বিষণ্নতায়
খুঁজতে গিয়ে আজ স্বপ্নের পথ, হারিয়ে যাই।
অস্তিত্বের সন্ধান আর মিথ্যা ভালোবাসায়।
তোমাদের নিয়ম অদ্ভুত, আর্তনাদে মিশে থাকে।
ঠেলে দেয়, আমায়, মৃত্যুর সেই পথে।
হতাশার ফাঁদে
ব্যর্থতার মাঝে
স্বপ্ন জাল বুনে
এগিয়ে যায়
নির্জনতা খেলায়
মস্তিষ্ক মেলায়
কাঁটায় ঘেরা ফুল
ছিঁড়ে দিতে চাই
চাইনি তো আমি,এত কল্পনার সুর
যার প্রতিধ্বনি, ঠেলে দেয় গহীন দূর
শূন্যতার মাঝে হেঁটেছি আমি
দুঃখ রাও আমার বিষণ্নতার মাঝে
হতাশার ফাঁদে
ব্যর্থতার মাঝে
স্বপ্ন জাল বুনে
এগিয়ে যায়
নির্জনতা খেলায়
মস্তিষ্ক মেলায়
কাটায় ঘেরাফুল
ছিঁড়ে দিতে চাই
Random Lyrics
- lepa brena & slatki greh - disko urnebes lyrics
- shadowkillerkil - kerambit gold lyrics
- africakid & atm hanson - balmain jeans lyrics
- jasiel nuñez & peso pluma - la lleca lyrics
- da'luk & dr duda - ko ko lyrics
- bagel8 - 1reason lyrics
- bnd - asfalt lyrics
- j.a.i. cover - stupid decisions lyrics
- travy joe - los metales lyrics
- rlbones - i'm not gay freestyle lyrics