
dipali datta - khelaghor bandhte legeshe lyrics
Loading...
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়– বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে॥
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥
Random Lyrics
- chris waldner - breath lyrics
- mike perry - stay young lyrics
- kurt hugo schneider feat. macy kate - new rules lyrics
- piggy bang - инди-трэп-артист (indie trap artist) lyrics
- 紺(cv.本渡 楓) - 十五の月 lyrics
- stract - or die trying lyrics
- espiño - o dourado danzar lyrics
- buxx - get wise lyrics
- yuki tsujimura - light lyrics
- soriano - one year later lyrics