dipankar chattopadhyay - akash bhora suryatara lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Lyrics
- angelo kelly - singapore to london lyrics
- piano dreamers - in the name of love lyrics
- steam powered giraffe - sky sharks lyrics
- shamik pal & debadrito chattopadhyay - akash bhora surjo tara lyrics
- sophia bacino - indigo lyrics
- conrado - distância lyrics
- dinah washington - beggin' mama blues(2) lyrics
- rpk & fabio brazza - milênios lyrics
- beny - rush lyrics
- veloninos - levengrove park lyrics