![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
dr. shantanu bhowmik - akash bhora surjo tara lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Lyrics
- cyclo, fr & efe-r - help me lyrics
- berger la rose - disco thrill lyrics
- 55bagz - purge lyrics
- jimmy andrade - o crime lyrics
- kevin gates - my momma know lyrics
- astryth - wish you well lyrics
- winter - expectations/exigências lyrics
- קטריקס, דורון ביטון, אופיר מלול & מאוריציו - רק רשת lyrics
- iamnot - the brand new blues lyrics
- جيل جيلالة - يا دايم هايم lyrics