dr. utsab das - tomarei koriachi jiboner dhrubotara lyrics
Loading...
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
যেথা যাই না কো
তুমি প্রকাশিত থাক
আকুল নয়ন জলে
ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
তব মুখ সদা মনে
জাগিতেছে সঙ্গোপনে
তিলেক অন্তর হলে
না হেরি কুল কিনারা
কখনো বিপথে যদি
ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ দেখি
শরমে সে হয় সারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
news you might be interested in
Random Lyrics
- node - zebah lyrics
- liniker & os caramelows - ralador de pia lyrics
- claris×garnidelia - clever lyrics
- pitu - a vida é muito mais lyrics
- run dorothy - frontiers lyrics
- naresh iyer - jare jare lyrics
- nanpa básico feat. discipulo - a ella le gusta lyrics
- lata mangeshkar - pankh hote to ud aati lyrics
- fjord - i get it now lyrics
- trisha yearwood - single version lyrics