
dr. utsab das - tomarei koriachi jiboner dhrubotara lyrics
Loading...
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
যেথা যাই না কো
তুমি প্রকাশিত থাক
আকুল নয়ন জলে
ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
তব মুখ সদা মনে
জাগিতেছে সঙ্গোপনে
তিলেক অন্তর হলে
না হেরি কুল কিনারা
কখনো বিপথে যদি
ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ দেখি
শরমে সে হয় সারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
news you might be interested in
Random Lyrics
- peter manjarrés - el amor es un cultivo lyrics
- spose - all you need is you lyrics
- stukz - don't go there lyrics
- fernando & sorocaba - ao vivo lyrics
- bad suns - how am i not myself lyrics
- fresno - ao vivo lyrics
- sir duncan the great - carry on lyrics
- aaron lewis - sinner lyrics
- ga31 - a força da mulher sapatona lyrics
- oliver francis - wwaavvyy lyrics