![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
drew. - tumi eka nou lyrics
Loading...
আলো ফুটেছে, ভর হয়েছে বন্ধু
জানালা খুলে দাও
শিশির জমেছে, শিউলি ফুটেছে বন্ধু
তুমি একা নও
পুরোনো হিসেব জমানো ব্যথা
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
আজও সে পথে দাঁড়িয়ে, দূরে তাকিয়ে, দিশেহারা
না বলা কথা জমিয়ে
অভিমানে ভালোবাসা
দিনের এই শেষে, সন্ধ্যা নেমেছে দেখো
ধূসর এ আকাশ
স্তব্ধ শহরে, আঁধার ঘনিয়ে দেখো
অন্ধ চারিপাশ
পুরোনো হিসেব জমানো ব্যথা
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
আজও সে পথে দাঁড়িয়ে, দূরে তাকিয়ে, দিশেহারা।
না বলা কথা জমিয়ে
অভিমানে ভালোবাসা
Random Lyrics
- fuaz g. - ser vos mismo lyrics
- broadburn - finaly thriving lyrics
- angelgard - ссора (conflict) lyrics
- unknxwn. - i tether. lyrics
- арамчик (aramchik) - синие унитазы (blue toilet) lyrics
- shalco - rumi's dance lyrics
- twentylo - не похожа на мс lyrics
- ulman maksim - addicted lyrics
- family stereo - green door lyrics
- крысы (krysy) - слаще (sweeter) lyrics