dripgod999 - chere jeyona lyrics
[chorus]
oh baby, when i saw you
বেশি দেরি না করে ঘরে বসে i called you
you did some slay sh+t
যা চুরি করলো মন আমার
ছিলাম তো heartless
কিভাবে ফিরে আনলা তুমি মন আবার
[verse 1]
তুমি ফুল চেলে আমি বানাবো garden
halloween এ তুমি হবা jane আমি tarzan
তুমি ছাড়া আমার সবাইকে লাগে garbage
জ্বলে ওদের যারা বলে তুমি আমার sidechick
তুমি মিশে যাও আমার রক্ততে
আসো আবার আমার সপ্নতে
হারিয়ে যাই তোমায় নিয়ে আমার
হাতে লেখা ওই না লেখা গল্পতে
shawty তুমি রাস্তাতে যখন bustop+এ থাকো দাঁড়িয়ে
আমি আসি তোমার ছায়া হয়ে কালো মেঘের রূপ নিয়ে
দেখবো না আর দূর থেকে যখন কাছে পেয়ে ধরতে পাবো
বলবো তো চুপ থেকে আমি তোমাকে ভালোবেসে যাবো
[chorus]
ছেড়ে যেয়ো না
হারিয়ে যেয়ো না
ঘুম ভেঙে দিয়ো রাতে
তাও মন ভেঙে যেয়ো না
আমার থেকে কেউ better না
তাও খুঁজতে আবার যেয়ো না
ভেঙে দিয়ো moneybag
তবে হাত ছাড়তে চেয়ো না
চলো না যাই দু’জনে
একই পথ একই রাস্তাতে
হারিয়ে যাবো তোমায় নিয়ে
বেইলি রোডের পড়া বৃষ্টিতে
খোদার বানানো তুমি সেরা সৃষ্টি
তোমার চোখ দেয় আমার soul+এ পুষ্টি
তোমার opps+দের জন্য আমি bruce lee
তোমার সাথে করব pillow দিয়ে কুস্তি
[verse 2]
জানি আমি dumb
তোমার চোখ বানায় আমায় numb
নিয়ে যায় আমার শ্বাস
red lean, red cup
তোমার হাতে আমার দেয়া চুরি দেখতে চাই
i crash out যখন দেখি তুমি পাশে নাই
তোমার কাজলের ঢেউ চোখ নেয় কেড়ে
চশমাটা খুলে আসো তুমি জানালায়
মানুষের বলা কথা নিয়ে তুমি ফালিয়ে দাও
কাকে ভালোবাসো দুনিয়াকে জানিয়ে দাও
আমি রেগে গেলে আমায় তুমি মানিয়ে নাও
ভালোবাসা মরে যাওয়ার আশা ফালিয়ে দাও
[pre+chorus]
বৃষ্টি পড়ে কিন্তু চোখে থেকে না আর
তোমায় পেয়ে trap+এ back করলাম আবার
ছিলাম demon কিন্তু you made me a lover
রাস্তার মেয়েগুলোর চোখে পানি আবার
[chorus]
oh baby, when i saw you
বেশি দেরি না করে ঘরে বসে i called you
you did some slay sh+t
যা চুরি করলো মন আমার
ছিলাম তো heartless
কিভাবে ফিরে আনলা তুমি মন আবার
Random Lyrics
- mili (indie) - whiteout lyrics
- muganni - elveda dünya lyrics
- denz & dr - ingen pr lyrics
- byekid - нафиг школу (screw school) lyrics
- elujjin - uu lyrics
- we skeem - ben shapiro vs eric cartman | subpar rap battles of youtube lyrics
- lain2kk - помнишь? (remember?) lyrics
- 남진 (nam jin) - 둥지 lyrics
- زياد برجي - ala kefak - على كيفك - ziad bourji lyrics
- th&o. (zaf) - ice on fire lyrics