
dwijen mukherjee - amar ei pathchaoyatei ananda lyrics
Loading...
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন মনে– বাতাস বহে সুমন্দ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
Random Lyrics
- freshmen - bumalik ka na lyrics
- lawson - love is you lyrics
- virendra rajput - dhanma meri dhanmala lyrics
- alfredo bruno - non ci sto lyrics
- rita ghosh - bajilo kahar beena lyrics
- haider saleem - shab kuja bodi lyrics
- the matchup - follow me home lyrics
- various artists - tu soni kudi lyrics
- francois lelord - hector gewinnt freunde lyrics
- ojas joshi - zinda hoon yaar lyrics