![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
dwijen mukhopadhyay - se je pashe ese bosechhilo lyrics
Loading...
সে যে পাশে এসে বসেছিল তবু জাগি নি।
কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী।
স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী।
জেগে দেখি দখিন-হাওয়া পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া।
কেন আমার রজনী যায়–
কেন গো তার মালার পরশ
বুকে লাগে নি।
Random Lyrics
- o trago - a vida satisfaz lyrics
- eko fresh - almanis lyrics
- horoshiiparen - 1000$ lyrics
- gestört aber geil feat. max + johann - stumm lyrics
- reverend and the makers - the only one lyrics
- vedovelli - despedida lyrics
- manchester orchestra - the sunshine lyrics
- reverend and the makers - out of the shadows lyrics
- ali b - voy a bailar lyrics
- oddeeo feat. karma wears white ties & vocaloid gumi - flowers in bloom lyrics