eclipse - prithibir prohor lyrics
Loading...
অধীর হয়ে পড়েছে পৃথিবী
শুধু ক্রুদ্ধতা চোখেতে
বিস্তৃত ভূমির মহাপ্রলয়ে
কিছু মশাল কাঁধে সম্মোহনে
দেখি মৃত ভরা ধরণী
রক্ত চোখে কত লীন মূর্তি
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অসীম আকাশ ভেঙ্গে এক প্রহর
পৃথিবীতে ক্ষিপ্ত ঝর্ণা শীতলে
ভেজাবে দহন মানুষের
ফিকবে হিংস্রতা
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
Random Lyrics
- chvrches feat. hayley williams - bury it lyrics
- mazzi tak - and i... lyrics
- rt mallone - 42 (kaytranada freestyle) lyrics
- madh - powerlife lyrics
- chris brown - one on one (when i love ya) lyrics
- fakear - leaving tokyo lyrics
- britanie - dangerous lyrics
- various artists - breaking all the rules lyrics
- luandabrazilian - hustlin' in nwd lyrics
- jeff beck - live in the dark lyrics