ef - mukhosh lyrics
Loading...
যে দিকে দেখি সবই একই লাগে
বিবেকহীন মানুষ মুখোশের আড়ালে
শুধু কুড়িয়ে বেড়ায় জিবনের সুখ
যত বেশী হলে স্বার্থের লোভে…
আধারের থেকে প্রতারিত হয়ে
হারিয়ে ফেলে নিজের স্বত্তাকে
তবে কি মানুষ ফেলছে হারিয়ে
রঙিন পৃথিবী, স্বচ্ছ নিজেকে…
মানি না এই কৃত্তিম পরিবেশ
যেখানে শুধু মিথ্যাচার
অদ্ভুত এই মানুষের ভীড়ে
নিজের শুধু শূন্যতা।
আবেগে, হারিয়ে, জেগে তোল তোমার অনুভুতি
মুখোশ খুলে দর্পণে দেখো প্রতিচ্ছবি।
Random Lyrics
- hologramª - instintos lyrics
- smack - paint it black lyrics
- karen peck & new river - joy in my heart lyrics
- the bottom line - insecure lyrics
- retrieval - one by one lyrics
- phil parkes - nothing in my head lyrics
- marco andreu - tonada del espejo lyrics
- julietta - conquest lyrics
- roge' - brasil em brasa lyrics
- roam - rip in peace lyrics