ef - opekkha lyrics
Loading...
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
সব হারিয়ে অন্তিম স্রোতের অতলে।
সীমান্তের শেষ দ্বারে লুকানো স্মৃতি গুলো
নির্বাক হয়ে একাই পথ চলে।
কতটা প্রহর হয়েছে পার
কতটা স্মৃতি জড়িয়ে
কতটা রাত করছি পার
একাকীত্ব সঙ্গী করে
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
হঠাৎ থমকে দাঁড়ালো পথ চলা।
অচিরেই সব হয়েছে নিঃশেষ
কল্পনাকে জড়িয়ে ধরে
তবে কি হবে আমার শেষ?
আমি খুঁজি তোমার স্মৃতি নীরবে
জানি তুমি ফিরবেনা আর এ বুকে
আমি দাঁড়িয়ে উদ্দেশ্যহীন কোন পথে
যেখানে নেই কোন সীমানার বাঁধন
Random Lyrics
- the gardener & the tree - mama's guitar lyrics
- cts feat. pacificadores - o cara errado lyrics
- tommy lee - heite nocht lyrics
- we are smug & darren hayes - never be the same again lyrics
- herman arvokas - the last dance lyrics
- kaysinners - what a day lyrics
- blaaze, suchitra & t. rajhenderr - maaman waiting lyrics
- single by sunday lyrics lyrics
- helen earth band - loud enough to locate lyrics
- gato negro - beleza em pó lyrics