
elis feat. rahat - tumi mor jibonr vabona lyrics
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের ডোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
#কথা দাও, আমাকে ভুলবে না
কোনদিন না#
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভুলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
Random Lyrics
- alyxx dione - easy lyrics
- store p - rommet lyrics
- tibzy mos - change lyrics
- j. roddy walston and the business - nobody knows lyrics
- poppy - moshi moshi lyrics
- citizen - as you please lyrics
- ali altay - tarifsiz aşk lyrics
- el david aguilar - era mi abuelo lyrics
- camané - despedida lyrics
- aarre feat. reece lemonius - when we were young lyrics