
fairose nawar - are hi lyrics
[intro]
আরে hi, কিছু কথা ছিল মাথায়
যা আমি বলে দিতে চাই
কিন্তু উপায় কোথায়?
আরে hi, পাত্তা কেন তোমার নাই?
text+এর replyও নাই
কেমনে বলি তোমায় “bye”?
[verse 1]
wait, না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি
তবে ধীরে+ধীরে জাগল এই অনুভূতি
আমি সারাদিন ভেবে এই ভাবেই
যায় আমার রাত পেরিয়ে
দুনিয়া ভাবুক যা ভাবার আছে
তবে আমিতো ভাববো শুধু তোমাকে
ভেবে+ভেবে এই ভাবে
সময় আমার পেরিয়ে
বলবো, বলবো করে বলা হয়নি
কপালে যাই থাকুক না কেন বলবো ভাবছি
এই কিছু কথা মনের
যা আগে বলা হয়নি
ছিলাম আমি লুকিয়ে এতটা দিন
আজ, সাহস করে বলে দেবো ভাবছি
শোনো তাহলে মনের কথা
[chorus]
i love you, ooh
i love you, ooh
i love you, ooh
i love you
[verse 2]
জানি না কী বলবে তুমি এটা শুনে
তবুও ভালোবেসে যাবো চুপি সারে
জানিয়ে দিও যদি ভালোবাসো তুমি
সাদা+মাটা প্রেমের চিঠিতে
[chorus]
i love you, ooh
i love you, ooh
i love you, ooh
i love you
i love you, আগে বলা হয়নি
i love you, শুনছো কী তুমি?
i love you, বলে দাও কিছু please
i love you, অপেক্ষায় বসে আমি
[outro]
আরে hi, কিছু কথা ছিল মাথায়
যা আমি বলে দিতে চাই
কিন্তু উপায় কোথায়?
শেষ
Random Lyrics
- kaaris - le zga lyrics
- jaymikee - story of a lady lyrics
- clödie - serio lyrics
- m row - real or fake lyrics
- napoleon da legend - big pharo energy lyrics
- alkaline - heart scar lyrics
- dejhan - mungkin ini lagu terakhirku lyrics
- henry mosto & olivia gabriel - understand lyrics
- jason derulo - you dj, i'll drive lyrics
- remiclout - miniskirt lyrics