
farooque bhai project - 12:53 (barota teppanno) lyrics
[intro]
farooque bhai
new bangla sound
[pre+chorus]
আমার feelings+teelings মাথা নষ্ট করো
আমার ছয় মাসে মায়না কয় না বড়
হঠাৎ করেই চলো
বসো বলো বলো বলো বলো
কানে কানে অল্প গল্প বলো
[chorus]
বাজে বারোটা তেপ্পান্ন
সামান্য, সামান্য
থাকি vibe+এ সারাক্ষণ (vibe+এ সবাই)
বারোটা তেপ্পান্ন
যাবে না থামানো
দুষ্টামি সারাক্ষণ
বারোটা তেপ্পান্ন
সামান্য, সামান্য
থাকি vibe+এ সারাক্ষণ
বারোটা তেপ্পান্ন
যাবে না থামানো
দুষ্টামি সারাক্ষণ
[post+chorus]
তোর জন্য আমি বন্য
হিংস্র, জঘন্য
তোর জন্য আমি বন্য
তোর জন্য আমি বন্য
হিংস্র, জঘন্য
তোর জন্য আমি বন্য
[pre+chorus]
আমার feelings+teelings মাথা নষ্ট করো (শেষ)
versace, sabyasachi পরো (শেষ)
হঠাৎ করেই চলো
বসো বলো বলো বলো বলো
কানে কানে অল্প গল্প বলো
[chorus]
বাজে বারোটা তেপ্পান্ন
সামান্য, সামান্য
থাকি vibe+এ সারাক্ষণ (vibe+এ সবাই)
বারোটা তেপ্পান্ন
যাবে না থামানো
দুষ্টামি সারাক্ষণ
বারোটা তেপ্পান্ন
সামান্য, সামান্য
vibe+এ সারাক্ষণ
বারোটা তেপ্পান্ন
যাবে না থামানো
দুষ্টামি সারাক্ষণ
[bridge]
গাড়িতে চাবি বসাতে বারোটা
আঁটিটা জোড়া লাগাতে বারোটা
শাড়িতে পালা পরাতে বারোটা
আমার বাজে বারোটা
তোমার বাজে বারোটা
কথা বাজে বারোটা
বলো বলো গানে গানে
[chorus]
বারোটা তেপ্পান্ন
সামান্য, সামান্য
থাকি vibe+এ সারাক্ষণ
বারোটা তেপ্পান্ন
যাবে না থামানো
দুষ্টামি সারাক্ষণ
[post+chorus]
তোর জন্য আমি বন্য
হিংস্র, জঘন্য
তোর জন্য আমি বন্য
(বলো, বলো, বলো, বলো)
তোর জন্য আমি বন্য
হিংস্র, জঘন্য
তোর জন্য আমি বন্য
[outro]
বলো, বলো, বলো, বলো, বলো, বলো, বলো
বলো, বলো, বলো, বলো, বলো, বলো
বলো, বলো, বলো, বলো, বলো, বলো, বলো
কানে কানে অল্প গল্প বলো
Random Lyrics
- lege-cy - ليجي-سي - moled elhelwa - مولد الحلوة lyrics
- imnotvrycreative - best friend #thugfree lyrics
- amyfm - pixels. lyrics
- cicadahead - cicada song lyrics
- pizon - the most interesting man in the world lyrics
- leebron again - over the fame lyrics
- molotov solution - devour the children lyrics
- remote bondage - katze lyrics
- iceque (rus) - leave me alone lyrics
- willie colón - por eso canto lyrics