firoze jong - depression lyrics
Loading...
পারবোনা লোকে যা করে
বলবোনা লোকে যা বলে, তোমায়
আমার গান তোমার তরে
সময় হোক শোনাবো কোনো, অগচরে
আমার সাথে কথা বলোনা
আমার সাথে রাত জাগোনা
তোমার বুকের গহীন গভীরে
আমার depression টা লুকিয়ে রাখবো
তুমি হাসলে প্রজাপতি ওড়ে
রঙ ছড়ায় মলিন ভূবনে
রাতজাগা চৌকিদার
আমার সাথে
প্রহর গুনে ঘুমাবার
আমার সাথে কথা বলোনা
আমার সাথে রাত জাগোনা
তোমার বুকের গহীন গভীরে
আমার depression টা লুকিয়ে রাখবো
Random Lyrics
- sincere - hypothermia lyrics
- jabez z - real life lyrics
- akb48 - 生きるって素晴らしい - ikiru tte subarashī lyrics
- mikey darko (@mikeydarkogg) - gengar lyrics
- tony perkins - if you can find me, i'm here lyrics
- aelo beats - boominati lyrics
- andrew judah - not much changes lyrics
- iman - hello lyrics
- dandrej - bae lyrics
- gionni grano & gionni gioielli - tanzi & cragnotti lyrics