fossils - bhoot aar tilottoma, pt. 2 (ভূত আর তিলোত্তমা 2) lyrics
Loading...
কালকে তোমায় দেখাচ্ছিল বেশ
উদ্ধত আর উদ্যত সেই সুখের নীলাবেশ..
একদিন থাকতাম সেই সব দৃশ্য তে
আজকে তাড়া ছাড়ছি পাড়া
মিশছি বিশ্ব তে..
কে আর বাঁধবে আমায় রাঁধবে
আমার জন্য রাতের খাদ্য
আমি কঠিন, তস্য কঠিন
জটিল,কুটিল উপপাদ্য
আমার তুমি বধ্যভুমি
আবার তুমি স্থিতি+জাড্য
কাজেই মরছি, এবং পড়ছি
আমার বেঁচে থাকার শ্রাদ্ধ
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা।
প্রিয়তমা হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে
ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে
সরি কাকা আরো টাকা
আমার লাগবে দ্রুত রেটে
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা..
Random Lyrics
- маракеш (marakesh) (rus) - улица мама (street mom) lyrics
- impobrediablo - wet lyrics
- god of blood - who's next? lyrics
- paloma faith - cry on the dance floor lyrics
- leon bridges - redemption song lyrics
- dale hawkins - mona lisa lyrics
- sam tinnesz - we came we saw we conquered lyrics
- mc moatarez - confused | گیج | gij lyrics
- vxmt4ngl - bibolabe lyrics
- big max - vicky pollard lyrics