fossils - bishakto manush-বিষাক্ত মানুষ lyrics
Loading...
সে চেনালো
আমাকে, এ শহরের অলিগলি
সে পাঠালো
উপহার
একটা চক্রব্যূহ
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
আমি ভালবাসি যাকে, সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে, সাপের ছোবল
নিলয়ে+অলিন্দে খামখেয়ালি প্রবাহ
আমি দেখেছি আঁধারে, দেখেছি আলোকে
যেমন করে দেখে কোনো মুগ্ধ বালকে
বীভৎস শরীরে, বিষাক্ত ক্ষত
অবিশ্বাস ও ঘৃণার প্রতিমা শাশ্বত
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
Random Lyrics
- forcegng - с костями (with bones) lyrics
- ryu sera 류세라 - 오르락 내리락 (up and down) lyrics
- beist - kvinnfolk e rar lyrics
- juice wrld - pull up* lyrics
- chris leal - all along lyrics
- league of legends - rell, the iron maiden lyrics
- daehan (kor) (producer) - 뭐라고 해? (complex) lyrics
- dubwave - i am dreamer lyrics
- vansleep - acid weather lyrics
- evan oddissey - fantasizing lyrics