fossils - stobdho jibon lyrics
স্তব্ধ জীবন চাই না চাইছি
মৃত্যুর যৌনতা
চিৎকার যদি অভিঘাতে ভাঙে
নির্বাক গৌণতা
স্তব্ধ জীবন চাই না চাইছি
মৃত্যুর যৌনতা
চিৎকার যদি অভিঘাতে ভাঙে
নির্বাক গৌণতা
ভেঙে যাক তবে ভেঙেচুরে যাক
(এই) অসহ্য মৌনতা
ভেঙে যাক তবে ভেঙেচুরে যাক
(এই) অসহ্য মৌনতা
বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা
i am sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
গানে কেউ শুধু বিনোদন খোঁজে
আমি খুঁড়ি যন্ত্রনা
ফেলে ডাস্টবিনে যত উপদেশ
(আর) স্তোকের আবর্জনা
গানে কেউ শুধু বিনোদন খোঁজে
আমি খুঁড়ি যন্ত্রনা
ফেলে ডাস্টবিনে যত উপদেশ
(আর) স্তোকের আবর্জনা
শিকড়বিহীন মানুষকে তুমি রূপকথা শুনিয়ো না
তুমি টুং টাং শুনো আমার বদলে
গালাগালি দিয়ো সহ্য না হলে
তবু এ কণ্ঠ কিনে নিতে পারবে না
তুমি ফিরে যাও কোনও জুরাসিক কালে
খুন করে ফেলো আমায়, না হলে
বেঁচে গেলে ফের পরাজিত হারবে না
বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা
i am sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
আমি sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
Random Lyrics
- anggun - the good is back lyrics
- g-eazy feat. halsey - him & i lyrics
- heritage singers - jesus is the lighthouse lyrics
- soyou - 좋은 사람 (good person) lyrics
- pell - lately lyrics
- dj zulu lion - muevela lyrics
- ghost - absolution (live) lyrics
- veronika river - into this universe lyrics
- emana cheezy - basta lyrics
- prince scooter - da donn lyrics