franklin (bd) - ami jege thaki lyrics
Loading...
ভোর হলো কখন
শুনছি আমি পাখির ডাক
দেখছি আমি
সূর্যাস্তটা
সেই তোমার
দু চোখের আঙিনায়
দুঃসহ আমি
জেগে এই রাত্রি
কতো আধার কতো
স্বপ্ন ঘিরে
ভেসে উঠে তোমার ওই
দুই চোখে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
আনমনে
খুজি আজ বৃষ্টির রাতে
তোমার ওই সুর কণ্ঠ কানে
বেজে উঠে
মেঘের ভেলায়
সেই তারার আকাশে
ছায়া হয়ে
থাকবো আমি তোমার পাশে
রাতের আধার কেটে
সকাল হয়ে
তবু ডুবে তোমার ওই
দুই চোখের মাঝে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
Random Lyrics
- ftisland - not enough lyrics
- jeylado - outta love lyrics
- annaleigh ashford - the worst pies in london lyrics
- aimee-leigh gemstone - toodles till tomorrow lyrics
- legú lazohe - pasará lyrics
- vale pain - estate in città lyrics
- long3 - μου φωνάζουνε οι δίπλα (mou fonazoune oi dipla) lyrics
- gillian carter - dialogue lyrics
- amanda anne platt & the honeycutters - girls like you lyrics
- ornella vanoni - amarsi un po' lyrics