azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

fraze - ahare lyrics

Loading...

intro:
na na na na na mmmm
প্রতিস্বপ্ন
প্রতিরাতে
প্রতিদিন
কেনো খুঁজি তাহারে

chorus:
আহারে, তাহারে
খুঁজে বেড়াই আমি তাহাকে
জীবনের এই ধারাতে
চেয়েছি শুধুই তোমাকে

verse:
আমি রাস্তা হারিয়ে গেছি
আমি ভেতরেতে মরে গেছি
শুধু চেয়েছিলাম তোকে আমি
কেনো আমি আজ থেমে গেছি

বল কেনো অন্ধকারে আমি
খুঁজে পাই না তোরই ছায়া
ছিলো অভিমান, অভিযোগে আজ তোরই মায়া

hmm, শুধু বলতি এটাই
যে হবো না তোরই কখনো, সত্যি এটাই আজ?
নদীতে নৌকা দুটোই
কিন্তু স্রোতের তালে দূরে হারিয়ে বেড়াই আজ!
এতো প্রশ্ন আমাতে যেন রক্ত পিপাসা
কেউ পিছনে লেগেছে
বল ছিলো মিথ্যে কী চোখে?
তুই বদ্ধ ঘরেতে, আমি বলেছি আলোতে চল!

pre+chorus:
আজ সাথে না হয়, আমার পাশে না হয়
আমার কালে বা আমারই সামনের দিনে না হয়
প্রার্থনা করি থাকিস আজীবন সুখী
মনে বোঝা নিয়েই গেয়ে যাবো সবসময়!

chorus:
আহারে, তাহারে
খুঁজে বেড়াই আমি তাহাকে
জীবনের এই ধারাতে
চেয়েছি শুধুই তোমাকে

verse:
yea yeah, i’m lost yea
yea yeah, ছিলি soulmate

নাই বিশ্বাস নাই শক্তি
নাই শান্তি, চাই শান্তি

pre+choruss:
আজ সাথে না হয়, আমার পাশে না হয়
আমার কালে বা আমারই সামনের দিনে না হয়
প্রার্থনা করি থাকিস আজীবন সুখী
মনে বোঝা নিয়েই গেয়ে যাবো সবসময়!
chouras:
আহারে, তাহারে
খুঁজে বেড়াই আমি তাহাকে
জীবনের এই ধারাতে
চেয়েছি শুধুই তোমাকে

outro:
আহারে, তাহারে
ohoo oooo



Random Lyrics

HOT LYRICS

Loading...