fuad feat. mila - shukno patar lyrics
এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ও ও ও ওও
বিভোর সুখে প্রকৃতির রূপ অপলক সব চেয়ে রয়
সন্ধের মৃদু ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়
বিভোর সুখে প্রকৃতির রূপ অপলক সব চেয়ে রয়
সন্ধের মৃদু ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ও ও ওওও ওও ও
এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ওও ওও ও ওওও
Random Lyrics
- bad bunny - me mata lyrics
- 倉木麻衣 - make that change lyrics
- cxzxcx - 안전놀이터「」」추천카톡 o u 3 3「「3ce배팅사이트 lyrics
- s.p. balasubrahmanyam - from "thirumathi palanisamy" lyrics
- dara maclean - ashes (feat. chris mcclarney) lyrics
- j♡¥ bada$ - in my hair lyrics
- king caesar - switch lanes lyrics
- nex cassel - paga i debiti lyrics
- mc smook - freudentränen lyrics
- sick boy simon & lil pin - nosferatu lyrics