fuad - tor jonno ami bonno lyrics
Loading...
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব জুড়ে সব শূন্য শুধু বন্য
তুই নিখোঁজ অচিন পুরে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
দেখেছি যা দেখার ছিলো এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সে কি হায়
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পালটে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালোবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
Random Lyrics
- alisson shore - foolin lyrics
- tanashee - #heirloom lyrics
- pollàri - demon! lyrics
- nicole cash - missing youu lyrics
- lcd soundsystem - home/i want your love lyrics
- amateu - precipício lyrics
- young diamond - next level lyrics
- jayyvon - all i want lyrics
- nathanqjr|shaba stele|dintleonthetrack & ngidi boydope - come closer lyrics
- hood brothers - st. thomas lyrics