
gaan shudhu gaan - ariyan hashmi lyrics lyrics
Loading...
গানের সুরে যারা হয়েছো বিভোর
তাদের তরে আমি গেয়ে যাই গান
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
সুখের কথা ভেবে ভরে যায় প্রাণ
স্বপ্ন দেখার বুঝি হলো অবসান
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
চলতে চলতে পথ হয় শেষ
থেকে যায় জীবনের না পাওয়ার রেশ
জানি সব স্বপ্ন হয় না পূরণ
ঘটে যায় জীবনের কত অঘটন।।
সুরের মাঝে আমি খুঁজি মহাপ্রাণ
ভালোবেসে যে আমায় সুর করে দান।।
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
বলতে বলতে হলো না বলা
বলেছি যা, সব সাজানো কথা
এই আমি নইতো সবার মতো
সুখ না, দাও মোরে আঘাত যত।।
হৃদয়ের রক্তে লেখা এই গান
রাখতে পারি যেনো তোমাদের মান।।
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
Random Lyrics
- spin around - iur jetto lyrics lyrics
- mmm - caitlin clark lyrics lyrics
- viii - santamesias lyrics lyrics
- босс kfc (kfc boss) - shalavanaebala lyrics lyrics
- get in the water - ken lehnig lyrics lyrics
- скандал (scandal) - гарик погорелов (garik pogorelov) lyrics lyrics
- my hallelujah (live) - paul mcclure, hannah mcclure & bethel music lyrics lyrics
- lose track - the velvet club lyrics lyrics
- elohim - the letter l lyrics lyrics
- good grief (v1) - oliver tree lyrics lyrics