golam haider - akash bhora surjo tara lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Lyrics
- andrew lippa - how it ends lyrics
- what escapes me - the truth of a lie lyrics
- d'shaun - sunrise ft. papi wave lyrics
- hamza - anh yeah lyrics
- clammbon - yet-triology ver.- lyrics
- generations from exile tribe - sound of love lyrics
- jeremih & chance the rapper - joy lyrics
- fabyan sánchez - ya me enteré (la banda performance) lyrics
- lia clark - ceia (vem papá noel) lyrics
- ana maria gonzalez - noche de paz lyrics