
gold cube - lathkhor lyrics
[intro]
এখন আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে vasko da
[verse 1]
বোকচোদ b+tch you broke
গর্দানে ২৫ তোলা আর বোকচিস পোলারা
২৪+এ চোগলামি গলত
বিকাশ, নগদ চিনাস জগৎ
চল্লিশা চার দিনে চার কুলখানি
চায়না চাবাডি চালায়া বাংলায় আনি
এক glass মালে চার glass পানি
আর এক হাতে চুটকি এক হাতে তালি দিয়া
চোখ মারে মাঙ্গের পো
রাস্তায় জাউরা পিডায়া ঘরে যাই
যেডিরে রাস্তা চিনাইলাম আমি একটার নামও মনে নাই
মাউতাইলের ময়লা চোর
মাগনা আর ফাও দিলে প্রিয় খাওন কয়লা তর
নাম আছে যয়ডা তর
একটা লাথখোর, জুতাচোর, নয়টা বাপ তোর
ডাকনাম “মখলেস দালাল”, চুলে colour
জুতার মালার শখ তর
কয়লায় হাঁটি চুষ পায়ের আঙুলের কালি
সামনে গুনগান পিঠপিছে গালি
কম্পানি 2+3+4
মজ্জিদের জুতা চোর
কিরে তুই মহল্লায় ঘুরতি এক গ্যাডিস,half ladies
আৎখা অহন দেহি গানে pick up লস
অহন গান download দিয়া loop on কর
serial ছয়েরতে নয় নম্বর
ভেলকা বাহিনির জম্ফায় ঢুইকা কই
“ঐ খানকির পোলা show বনকর”
[chorus]
ধুমা টান দেই না
কাম কইরা credit+এ নাম দেয় না
যহন তুই নওয়াবের পুত সাইজা ঘুরোস টান দিয়া উড়োস
তর মহল্লার পোলাপান ডাকনাম ডাকদিয়া কয় তরে
কিরে লাথখোর?
কিরে লাথখোর?
কিরে লাথখোর ?
কিরে কয়ডা বাপ তোর?
কিরে লাথখোর?
কিরে লাথখোর?
কিরে লাথখোর?
কিরে লাথখোর?
[verse 2]
shirt পিন্দা half হাতা
ট্যাকা হাউলাত লইয়া লাপাত্তা
২৪’শ ট্যাকায় লিটার, লিকার
চিনি, সেরকা, এলাচি, লবন আর চা পাতা
খায়া ঝুমোস গান হুইনা প্রেম+পিরিতের
গেঙাস,গান গাস প্রেম+পিরিতের
এক verse+এর লেগা লই ছয়+সাত অঙ্কের
আগে বিলাইতাম গান free তে
হপায় dollar ঢুকতাসে বান্ডিলে
খরচা চলতাসে বান্ডিলে
তর মাথারতে শয়তান বাইর হইবো
বাপ ডাইকা খাম্বার লগে বান দিলে
করি না আংলা আংলি
পুরা হাত ভইরা দিয়া কই, “sorry ভাই, sorry ভাই
বড় ভাই sorry ভাই, sorry ভাই, বড় ভাই sorry ভাই
গান হুইনা কান্দে অনুভ যৌনর হুসেন ভাই
চোখের পানি মুসেন ভাই
তোর মুখেরতে নাম যায় না gold cube+এর
তাইলে এই লন gold plate চুষেন ভাই
রোডে ঘাটে আমরা ঠিকই আমু
তর বাড়ির ঠিকানা ঠিকই চামু
গান খাইলে flop market+এ
আৎখা গ্যাংইস্টার rapper+এর beef চালু
[outro]
খাড়াইবো close+এ নাম বেচে দেই credit free তে
জিন্দেগি frozen গান চলে না শো লয় please+এ
icy cozy camera+র সামনে pose
তুই মাইগ্গা বংশের লোক
তর কমরের বিছা খুইলা দিবো বন্ধু রসিয়া
লাগা তুই লিবিস্টিক
তুই hip+hop+এ লেবোন্ডিস তুই দুধ চায় lemon দিস
তুই লাথখোর!
তুই লাথখোর!
হ তুই লাথখোর!
Random Lyrics
- şehinşah - superbia lyrics
- cookin soul & ankhlejohn - halfway lyrics
- yan mendes - alcinda lyrics
- mbah ekene collins arum - whatever - 'noble' meca lyrics
- baby genie - ride the wave. lyrics
- juanlargo tha six6 - hidden song at the end of the album lyrics
- jace! - boosie badazz lyrics
- the kinks - come dancing (2025 remaster) lyrics
- nuqi & mukki - rock n roll* lyrics
- lil tony official - life's not a game lyrics