![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
habib wahid - ei bangla ei manush lyrics
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ ।
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ
বুক পাঁজরে সাহস,
দিক বিজয়ী ফানুশ ।
হোঁচট খেয়েও পথ হাটতে ঠিকই জানি,
কান্না থুয়ে হাসি নিয়ে অন্তরে নামি ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
এই বাঙালি, জানে যাদু
হার না মানা মন্ত্র ।
আলোর ভোরে উজাড় করা
শক্তিতে আমন্ত্রন ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
Random Lyrics
- danse - come on lyrics
- versedi - around lyrics
- chris quilala - only one god lyrics
- akaal feat. desi routz - november lyrics
- lil queen - all these raps lyrics
- ace hood - ooouuu lyrics
- juicy luicy - terlalu tinggi lyrics
- vikingore - shield wall lyrics
- allpot futsch - twenty lyrics
- taff - before it's too late lyrics