
habib wahid - kobitay lyrics
[chorus]
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা
স্বপনেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এরপর হয়ে গেছে কত না বরষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
[instrumental break]
[verse 1]
জানালার শার্সিতে বেদনার আরশিতে
হতাশার জলছায়া ভাসে
মনের উঠোন জুড়ে বিষাদের সাতসুরে
কষ্টের শেষে হাসি হাসে
[chorus]
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
[verse 1]
বিষাদের আরাধনা কষ্টের আল্পনা
এই মনে চিরস্থায়ী আজ
রংতুলি জলছবি ভালবাসা ভুল সবই
ছলনার সাধে প্রতি ভাঁজ
[chorus]
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
[chorus]
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা
স্বপনেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এর পর হয়ে গেছে কত না বরষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
Random Lyrics
- waggonkid - racks lyrics
- niouport - outta site lyrics
- fyb, jacquees & fabolous - hair down lyrics
- jmcee - history repeated lyrics
- sami skromniy самый скромный - эвакуатор (evakuator) lyrics
- natalio - god complex (demo) lyrics
- st3r - star lyrics
- selene delgado - mis organos lyrics
- deep october - palm in your hand lyrics
- omarcameup - raging demon lyrics