habib wahid - obujhpona lyrics
Loading...
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি?
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
তোমারই সুরভী
ছড়ালো যে বাতাসে ।
দুজনে দুটি পথ
মিলে মিশে দুরে ভাসে ।
এভাবেই যদি যায় কেটে
যাক রাত্রি দিন ।
যেখানেই তুমি যাও
পৃথিবী হয় রঙিন ।
ও ভেজা কোন জোছনায়,
ভালোবাসা বিঁধে যায় ভাবনায় ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি ।
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
Random Lyrics
- bobby taylor - blackmail lyrics
- lucybell - más lyrics
- elkie (clc) - i dream lyrics
- zephyr 21 - petit retard lyrics
- nk profeta & underc family - friend zone lyrics
- william fitzsimmons - i don't feel it anymore (george raquet remix) lyrics
- carmen martin - missing you lyrics
- gianluca - ganar lyrics
- riff raff - batman freestyle lyrics
- johnny kemp - dancin' with myself lyrics