habib wahid - projapoti (title song) lyrics
Loading...
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
এক মুঠো জোনাকী দাও ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে, নাও জোরিয়ে ।
এক মুঠো জোনাকী দেবো ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে নেব জোরিয়ে ।
নিবির পিছুপিছু, সাধের কিছুকিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
হা হা হা হাহ….ও ও ও
হাত ধরে দুজনে চল হারাব
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
করে পাশাপাশি ,ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে, (হা হা…)
ইচ্ছের সাত রঙ মেখে, (হা হা…)
তোমার আকাশে হব প্রজাপতি ।
Random Lyrics
- neil sedaka - the first noel lyrics
- la mosca tsé-tsé - yo te quiero dar lyrics
- kevin florez - mi nueva vecina lyrics
- sophie hunger - weltmeister lyrics
- crooked spine - mtv cribs lyrics
- akash officiel - laboratoire lyrics
- the virus & antidote - iwonderwhotookmyplacethistime lyrics
- ricky nelson - my bucket's got a hole in it lyrics
- jorge & mateus - campeão de audiência lyrics
- qats - break even lyrics