azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

habib wahid & nancy - golaper din lyrics

Loading...

[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।

[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।

[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।

[verse 1: nancy & habib wahid]
ডুবেছি, প্রেমের জলে
তোমার ঐ দুষ্ট ডাকে।
আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে।
ঝিরি ঝিরি হাওয়াতে
সুখেরই এই গল্পটাতে
তোমাকে খুজে পাই।

[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।

[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।

[verse 2: nancy & habib wahid]
বুনেছি, তোমায় নিয়ে
হাজারো স্বপ্ন আমার।
তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাদের পাহাড়।
মেঘের আসা-যাওয়াতে
উদাসী কল্পনাতে
তোমাকে ছুঁয়ে যাই।

[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।

[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।



Random Lyrics

HOT LYRICS

Loading...