hakka - tumi ki amay khojo? lyrics
Loading...
[verse 1]
তুমি কি আমায় খুঁজো?
খোঁজার মতন
তুমি কি আমায় বোঝো?
বোঝার মতন
তুমি কি আমায় চাওনা?
আমি তোমারই হবো
তুমি কি বলো চাওনা?
এ গান শোনাবো
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমার মতন?
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
[verse 2]
তুমি কি বলো আসবে?
যদি দু’হাত বাড়াই
তুমি কি বলো খুঁজবে?
যদি হঠাৎ হারাই
তুমি কি আমার মনে
বলো একাই থাকো?
তুমি কি আমার মনের বারান্দার
দরজা বন্ধ রাখো?
তোমার আমার প্রেম রটিয়ে যাবে
ওই মেঘের দেশে
তুমি আসবে বলে
আজ ফোটেনি তো ফুল
পাতা ঝরেনি, আসবে তো?
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমারই মতন?
মমম…
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
Random Lyrics
- m waves - king of nottingham lyrics
- mary gauthier - dark enough to see the stars lyrics
- hellraco - ngaf lyrics
- zuzie - funeral lyrics
- r1 (fin) - armor lyrics
- tramplean - дівчина зі снів lyrics
- mc cabecinho - eu amo o comunismo chinês lyrics
- dolphin (baltimore, usa) - young black mind lyrics
- 陳奕迅 (eason chan) - 時代曲 (the anthem) lyrics
- shabab - la hayat lyrics