azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hakka - tumi ki amay khojo? lyrics

Loading...

[verse 1]
তুমি কি আমায় খুঁজো?
খোঁজার মতন
তুমি কি আমায় বোঝো?
বোঝার মতন
তুমি কি আমায় চাওনা?
আমি তোমারই হবো
তুমি কি বলো চাওনা?
এ গান শোনাবো

[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমার মতন?
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?

[verse 2]
তুমি কি বলো আসবে?
যদি দু’হাত বাড়াই
তুমি কি বলো খুঁজবে?
যদি হঠাৎ হারাই
তুমি কি আমার মনে
বলো একাই থাকো?
তুমি কি আমার মনের বারান্দার
দরজা বন্ধ রাখো?
তোমার আমার প্রেম রটিয়ে যাবে
ওই মেঘের দেশে
তুমি আসবে বলে
আজ ফোটেনি তো ফুল
পাতা ঝরেনি, আসবে তো?
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমারই মতন?
মমম…
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?



Random Lyrics

HOT LYRICS

Loading...