
hasan joy - kobitar gaan lyrics
[verse 1]
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
[verse 2]
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
[verse 3]
যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়
তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।
[verse 4]
যদি অভিযোগ কেড়ে
নেয় সব অধিকার
তবে অভিনয় হয়
সবগুলো অভিসার।
যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার
তবে কি থাকে তোমার
বলো কি থাকে আমার?
[verse 5]
যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।
[verse 1 repeat]
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
[verse 2 repeat]
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
Random Lyrics
- sicario (grc) - μη σταματάς (mi stamatas) lyrics
- homixide gang - $$ problems lyrics
- zarys zdarzeń - najlepszy towar w mieście lyrics
- dfideliz, c4rlinhxs & miguelisaneko - jeito livre de ser lyrics
- dxwave - scream and shout lyrics
- tita lima - el amor del perro por la paloma lyrics
- kody (fra) - toutes les couleurs lyrics
- boylife - nada (director's cut vinyl version) lyrics
- melly mansion - vlad a4 lyrics
- simone panetti - cosa mi manchi a fare lyrics