hasan - eto kosto kano valobasaye lyrics
Loading...
চারিদিকে উৎসব
পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী
ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর
নিয়ে যাবে দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতেই তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে
অবিশ্বাসের সুরে
বেজে উঠেছে
থাকবে না আমার
সে কথা বুঝতে যেন
দেরি হয়েছে
মগ্ন ছিলাম
তোমার ভালবাসার
ইন্দ্রজালে
মানুষ আমি
কেন তলিয়ে গেছি
আমারই ভুলে
সানাইয়ের সুর
নিয়ে যাবে দূর
একটু একটু করে তোমায়
আজকে রাতেই তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
Random Lyrics
- chris stapleton - death row lyrics
- dj ab feat. kennywonder - sugar lyrics
- dialectrix - whut! lyrics
- script - no man is an island lyrics
- cci worship - de gloria en gloria lyrics
- brutus - all along lyrics
- karl nova - unknown lyrics
- marcos antônio - vou falar agora lyrics
- adams avenue - red lights | adams avenue | "green lights" - nf (remix) lyrics
- nothing but thieves - particles lyrics