
hatirpool sessions - ami doure berai lyrics
Loading...
[chorus]
আমি দৌড়ে+দৌড়ে+দৌড়ে বেড়াই
হারিয়ে ফেলি প্রিয় মুখটাই
তুমি কেমন আছো জানতে ইচ্ছে হয়
তুমি এখনও কি সময়+অসময়
উলটে ফেলো তোমার ashtray+টাই?
[post+chorus]
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
[chorus]
আমি খুঁজে+খুঁজে+খুঁজে ফিরি
কেন মন জুড়ে এত হাহাকার
আমি কোথাও রাখিনি কোনো ঠাঁই
তাই হারিয়ে ফেলেছি জীবন
[post+chorus]
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
Random Lyrics
- nick shea - skatepark (bonus) lyrics
- acg (qc) - parano lyrics
- bca - dinner lyrics
- beret - tata lyrics
- saintprince 52, glocki52 & doomee - way down lyrics
- alexa villa - chains lyrics
- zippy kid - the bohemian rhapsody, part two lyrics
- jaylon ashaun - billboard - acoustic lyrics
- rosarrie - are you still here? lyrics
- barius - первый (the first) lyrics