
hatirpool sessions - biroti lyrics
[verse 1: rupakalpa chowdhury & choir]
তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
হাজারো জমা চিঠির শোরগোলে
নিশ্চুপ কথারা ইতি টানে
যেন ডুবে সপ্নজলে
ক্ষতগুলো ভাসছে আমায় ঘিরে
রাতের ঘুমের মহা ঔষধ
আমার এই কষ্ট যেনো পরিচিত চাদর
[chorus: rupakalpa chowdhury & choir]
তবে আমি এই ছায়াগল্প ছেড়ে
উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী+ই বা যায়+আসে?
[post+chorus: rupakalpa chowdhury & choir]
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
[instrumental break]
[guitar solo]
[verse 2:rupakalpa chowdhury & choir]
দেয়ালে আমি জানালা এঁকেছি অগনিত সকাল
পথে পথে স্বপ্ন হেঁটেছি শতক্রোশ
হিসাবের বদলে যত্ন লিখে নিও
কঠিন এই জীবনযুদ্ধে শক্তি খুঁজে নিও
হায়, পাই নি যা অতীতে, গিয়েছে যা কিছু হারিয়ে
তা খারাপ নয় যদি স্বীকার করে বাঁচি শান্তিতে
[chorus: rupakalpa chowdhury & choir]
উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী+ই বা যায়+আসে?
Random Lyrics
- celebration music - the way the truth the life (live) lyrics
- ssklonen - фантик (candy wrapper) lyrics
- pkagvng - tudo opps ta pula lyrics
- erickosimans - ты говорила #bluffaexclusives lyrics
- drvx - ke film lyrics
- ginestà - només viure lyrics
- ontoğyzoneki - senermısıñ lyrics
- drugui3, f00bag, buddha 9mm & zeo tantra - una gata más lyrics
- odd youth (오드유스) - best friendz lyrics
- kugelschreiber - elasticine™ lyrics