
hatirpool sessions - janina keno je lyrics
[chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
[verse 1]
চঞ্চল মন হায় উড়িয়া যেতে চায়
সবুজ বনে বাঁদাড়ে
করিয়া কানাকানি বিষয় না জানি
নিশীথ অসীম আঁধারে
চঞ্চল মন হায় উড়িয়া যেতে চায়
সবুজ বনে বাঁদাড়ে
করিয়া কানাকানি বিষয় না জানি
নিশীথ অসীম আঁধারে
[pre+chorus]
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
[chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
[verse 2]
চঞ্চল মন যায় স্বপ্নে মৃদু পায়
হারাতে দূরে পাহাড়ে
সংগী হতে চায় পড়িয়া মোহনায়
মিশিতে গহীন সাগরে
চঞ্চল মন যায় স্বপ্নে মৃদু পায়
হারাতে দূরে পাহাড়ে
সংগী হতে চায় পড়িয়া মোহনায়
মিশিতে গহীন সাগরে
[pre+chorus]
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
[chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
Random Lyrics
- will ellsworth - scars lyrics
- craig scissorhands & rejectedreyna - addicted2snuff lyrics
- eric's trip - mask for you lyrics
- edogg - who you feeling like lyrics
- cape.codd - breath lyrics
- янгарь (yungwar) - худший (worst) lyrics
- cripvc - trap house remix lyrics
- kailo (mex) - dejar de pensar lyrics
- black-striped prism - eternity lyrics
- sappa sa - blake er ikke trygg lyrics