hatirpool sessions - tulonamulok rodchaya lyrics
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[instrumental]
[verse]
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
তবু তোমার, তবু তোমার
তবু তোমার প্রভুর আদেশ
ছায়াটা আগলে রাখো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
[outro]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা…
Random Lyrics
- the yellow balloon - baby baby it's you lyrics
- stunna 4 vegas & yrb tezz - watch how you speak lyrics
- nayme - glass on my grave lyrics
- romain ughetto - la kiffance (version rock) lyrics
- nn3rd - beira de mar lyrics
- the jim yoshii pile up - shark repellent lyrics
- azart records - разберусь с делами (i'll sort things out) lyrics
- c chev - kills my soul (demo) lyrics
- caramelo - seide & kord lyrics
- lozza - obi wan! lyrics