azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hatirpool sessions - tulonamulok rodchaya lyrics

Loading...

[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো

[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[instrumental]

[verse]
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
তবু তোমার, তবু তোমার
তবু তোমার প্রভুর আদেশ
ছায়াটা আগলে রাখো

[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো

[outro]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা…



Random Lyrics

HOT LYRICS

Loading...