hatirpool sessions - tulonamulok rodchaya lyrics
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[instrumental]
[verse]
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
তবু তোমার, তবু তোমার
তবু তোমার প্রভুর আদেশ
ছায়াটা আগলে রাখো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
[outro]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা…
Random Lyrics
- thicc sharon - shake that lyrics
- meiska - hilang tanpa bilang lyrics
- кдв (kdw) - сапфир (sapphire) lyrics
- zé manel - passarinho lyrics
- j cook (josip kuvar) - zauvek lyrics
- luckyway - all right lyrics
- nza - ange et demon lyrics
- artelll - main man lyrics
- joana santos & original elias & salcedo layry - reggaeton de antes lyrics
- syndrome aos - veille sur moi lyrics