hatirpool sessions - upo lyrics
Loading...
কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?
কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?
ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
কী এক ঝড়, সে যে থামবে কবে?
আমি সারাদিন বসে জানালায়
যোগ+বিয়োগ করে আর কি হবে?
যদি ভাগ করে সুখে থাকা যায়
থেকে যাও না, কেন চাও না?
বলে গেলে কি এসে যায়?
ফিরে চাও না, কেন চাও না?
না বেশি দেরি হয়ে যায়
Random Lyrics
- ysy a, sponsor dios, oniria & lisan beat - cuanto vale hacer el amor? lyrics
- noahmadethiss - sydney lyrics
- yuukkii - shanghai lyrics
- 謝霆鋒 (nicholas tse) - the yellow people (黄种人) lyrics
- vicar amelia - the painter lyrics
- sion nación santa - carmesi lyrics
- ciaran - love me lyrics
- oliver tree, yosuf, & dionysus - miss you (remix) lyrics
- brigitte boisjoli - rock pour un gars d'bicys lyrics
- pricelover - цена любви lyrics