heartzrelation - neel lyrics
Loading...
মনের ভেতর জমছে ধুলো বালি,
ডুবে ডুবে যাচ্ছে দিন, দূর আধার।
হাঁপ ছেড়ে বাচতে চায় কোনো হৃদয়,
ভুলে ভালে উল্টিয়ে ছেড়া মলাঠ।
টীক টীক ষাট গুনে জাপটে ধরা আলো,
ডানা ভেংগে বিলীন হয়ে যায়।
ঝুপ ঝুপ জলে ভেজা তোমার চুলে,
রোদ কেন নত হয়ে যায়?
রং বদলায়
ছুটে যেতে চায়
কেন হেরে যায়?
একহাত মুঠো করে আনা গোলাপ,
ভাজে ভাজে রং বেচে যায়।
গুনে গুনে শতবার ভালবাসি লেখা পাতাটা,
উড়ে ভেসে যায়
মেঘ হয়ে যায়
ছুটে যেতে চায়
কেনো হেরে যায়?
অভিমানি জানালাটা
বাতাস টেনে নেয় বুকে
ভেজা ভেজা স্বরে বলে
নীল তোমাকে ভালবাসি এখনো
খুব সেই পুরোনো
শীতে শীত শীত জমানো জোছনায়।
বহু দিনের ঘামে মাখা
নীল কবিতাটা হলুদ ছুঁয়ে
ছুটে গিয়ে সবুজ হয়ে
হাপিয়ে উঠে আবার
রং বদলায়
উড়ে ভেসে যায়
মেঘ হয়ে যায়
কেন ঝরে যায়?
Random Lyrics
- toby lightman - snow day lyrics
- diomedes chinaski - #cypherproblemanarede lyrics
- jay park - raw sh!t (prod. by dj wegun) lyrics
- saša kovačević - zamalo tvoj lyrics
- king lyricure - here toast lyrics
- zedd - man in the mirror lyrics
- spose - pretty dope lyrics
- http - www lyrics
- damso - mort (2 avril 2017) lyrics
- t. rex - are you ready, steve? lyrics