azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

heartzrelation - praner oshukh lyrics

Loading...

সুখ প্রানের অসুখ
ভেংগে দিল সময়ের বুক
খিল আটকালো দিল

মন জোড়া শামুকের বিল

চোর করেছিল জোর
কেটে গেছে অসুখের ঘোর
দিন গিয়েছে রংগিন
কবে যেন হয়েছে কঠিন

“থাক জমা থাক,
ভেজা মনের শিশির ফোটা গুলো,
ঝাপ টেনে নিক বোকা গল্প টা
হোক না এবার,
সাঁঝ বাতিতে মান ভাংগানো
ঘুম চোখের শেষ অভিমান।”

আজ ভুলে গিয়ে কাজ
দু চোখে সবুজ সমাজ
থাক কথা তুলে রাখ
সময়টা রাস্তা দেখাক

কাজ ঝেড়ে ফেলে আজ
ভুলে ফেলে জীবনের ভাজ
খুব ভোর ঘুমে বিভোর
স্বপ্নেরা পায় নতুন শহর।

“থাক জমা থাক,
ভেজা মনের শিশির ফোটা গুলো,
ঝাপ টেনে নিক বোকা গল্প টা
হোক না এবার,
সাঁঝ বাতিতে মন ভাংগানো
ঘুম চোখের শেষ অভিমান।”



Random Lyrics

HOT LYRICS

Loading...