azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

heartzrelation - shopno rekha lyrics

Loading...

যাবে যদি যাও চলে যাও মুছে,
আমার কবিতায়।
তবে জেনে যাও আমার শব্দের লীন চেতনায়,

আজ থেকে নও তুমি অন্য কেও
আমার শব্দের নতুন স্বপ্ন রেখা

ও পাশ থেকে সূর্যোদয় এ,
রাতের মূর্ত আধার ভাংগে।
কালোর ডাকে আলোর অস্তিত্বে,
তমশা ছেড়ে নগ্ন হয় পৃথিবী।

যাবে যদি যাও দেখবো আমি,
তোমার বিদায়।
তবে জেনে যাও আমার দুহাতের নতুন অস্তিত্বে,
আজ আর তো নেই তুমি,
অন্য কেও আমার শব্দের নতুন স্বপ্নরেখা।



Random Lyrics

HOT LYRICS

Loading...