hemant kumar - olir katha shune bakul hase lyrics
Loading...
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।
Random Lyrics
- kiddo toto - win lose lyrics
- aton - olhos de deusa lyrics
- saintseneca - happy alone lyrics
- d. shor - ten toes to the ground lyrics
- oobik & the pucks - eloïses lyrics
- andre the giant - natural high lyrics
- ray davies - the mystery room lyrics
- wasiu - 1 bad bitch lyrics
- execute - battlefield 4 mein bf4 song lyrics
- man on the internet - ghost fight lyrics